VocabBD Logo

আমাদের সম্পর্কে

VocabBD-তে আপনাকে স্বাগতম! আপনি এখানে এসেছেন দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা এই প্ল্যাটফর্মটি একটি বড় লক্ষ্য নিয়ে তৈরি করেছি: ইংরেজি ও বাংলা শব্দভাণ্ডারে দক্ষতা অর্জনের সেরা জায়গা হয়ে ওঠা।

আমরা আপনার প্রয়োজনটা বুঝি। আজকের এই দ্রুতগতির বিশ্বে, স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা একটি বিশেষ শক্তির মতোই। কিন্তু সত্যি বলতে, নতুন শব্দ শেখাটা মাঝে মাঝে বেশ একঘেয়ে একটা কাজ মনে হতে পারে। আমরা চারপাশটা খতিয়ে দেখলাম এবং অনুভব করলাম যে শব্দভাণ্ডার শেখার বেশিরভাগ টুলই হয় খুব একঘেয়ে, অথবা ঠিক আমাদের দেশের শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি।

আমরা এই সমস্যাটারই সমাধান করতে চেয়েছি।

আমরা মূলত যা করি

VocabBD-কে আপনার 'স্মার্ট লার্নিং পার্টনার' (smart-learning partner) হিসেবে ডিজাইন করা হয়েছে। আমরা শুধু আপনার সামনে কিছু সংজ্ঞা বা অর্থ ফেলেই রেখে দিই না যে সেগুলো আপনার মনে থাকবে। আমাদের কাজ হলো আপনি যে শব্দগুলো শিখছেন তা যেন সত্যিই মনে রাখতে পারেন, সেটায় সাহায্য করা। আমরা এই কাজটি করি আকর্ষণীয় কুইজ, বাস্তব জীবনের উদাহরণ এবং এমন সব শেখার পথ (learning path) দিয়ে, যা আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী অনুসরণ করতে পারবেন।

আমাদের লক্ষ্য

দিনশেষে, আমাদের লক্ষ্য খুবই সহজ: আমরা বাংলাদেশের প্রতিটি মানুষকে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতায় শক্তিশালী করে তুলতে চাই। আমরা শিক্ষাবিদ, প্রযুক্তিপ্রেমী এবং ভাষা-অনুরাগী একদল মানুষ, যারা আপনার সফলতার জন্য সেরা টুলটি তৈরি করতে মনেপ্রাণে কাজ করে যাচ্ছি।

আমাদের সাথে যোগ দিন! আপনার ভাষা শেখার যাত্রার পরবর্তী ধাপে আপনাকে সাহায্য করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।