VocabBD Logo
A person learning English on their phone during a break

প্রতিদিন মাত্র ১৫ মিনিট সময়ে যেভাবে ইংরেজিতে দক্ষ হবেন

Published on: September 25, 2025

চাকরি, পড়াশোনা, পরিবার—এত কিছুর চাপে ইংরেজি শেখার জন্য আলাদা করে সময় বের করা প্রায় অসম্ভব মনে হতে পারে। আমরা অনেকেই ভাবি, "আগে ফ্রি হই, তারপর মন দিয়ে ইংরেজি শিখব।" কিন্তু সেই 'ফ্রি সময়' আর আসে না।

কিন্তু যদি বলি, দিনে মাত্র ১৫ মিনিট সময় বের করেই আপনি আপনার ইংরেজি দক্ষতাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারেন? গবেষণায় দেখা গেছে যে, একদিনে ৪ ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন ১৫ মিনিট করে পড়া অনেক বেশি কার্যকর। একে বলা হয় 'Micro-learning' বা 'Habit Formation' (অভ্যাস গঠন)। এর মূল ভিত্তি হলো ধারাবাহিকতা (consistency)।

আপনার ১৫ মিনিটের রুটিন কেমন হতে পারে?

বিষয়টা খুবই সহজ। আপনার প্রতিদিনের রুটিন থেকে মাত্র ১৫ মিনিট বের করুন। হতে পারে সেটা সকালে ঘুম থেকে উঠে, বাসে করে অফিসে যাওয়ার সময়, বা রাতে ঘুমানোর আগে।

Infographic showing a 15-minute daily study plan
  • প্রথম ৫ মিনিট (Active Learning): ১০-১৫টি নতুন শব্দ এবং তাদের ব্যবহার দেখুন। শুধু চোখ বোলাবেন না, মনোযোগ দিয়ে পড়ুন।
  • পরের ৫ মিনিট (Contextual Input): একটি ছোট ইংরেজি অনুচ্ছেদ বা আমাদের পাঠানো গল্পটি পড়ুন। শব্দগুলো বাস্তবে কীভাবে ব্যবহৃত হচ্ছে তা দেখুন।
  • শেষ ৫ মিনিট (Revision & Recall): যা শিখলেন, তা নিয়ে একটি ছোট কুইজ দিন বা মনে মনে বলার চেষ্টা করুন। এই ধাপটি স্মৃতিতে তথ্যকে স্থায়ী করতে সাহায্য করে।

এই কাজটি ধারাবাহিকভাবে) করে গেলে এক মাস পরেই আপনি নিজের মধ্যে বিশাল পরিবর্তন দেখতে পাবেন। Consistency is the key!

আমরা আপনার জন্য রুটিন তৈরি করে দিয়েছি!

আপনার এই যাত্রাকে আরও সহজ করার জন্যই আমাদের VocabBD Bootcamp ডিজাইন করা হয়েছে। আমরা প্রতিদিন আপনার WhatsApp-এ দিনের পাঠ (Daily PDF, Story, Quiz) পাঠিয়ে দিই, যা শেষ করতে আপনার ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। আপনাকে কী পড়বেন, কীভাবে পড়বেন—এসব নিয়ে আর ভাবতে হবে না। শুধু আমাদের পাঠানো রিমাইন্ডার অনুসরণ করলেই চলবে।

সময়ের অজুহাতকে বিদায় জানান। আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের ১৫ মিনিটই যথেষ্ট!

← Back to Blog